Logo

ক্যাম্পাস    >>   স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অনড় রয়েছে। শনিবার (২ নভেম্বর) ঢাকা কলেজের ক্যাফেটেরিয়ার সামনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দেন। রবিবার (৩ নভেম্বর) কলেজের ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পরও পরীক্ষা গ্রহণের দীর্ঘসূত্রতা, ফল প্রকাশে বিড়ম্বনা এবং গণহারে ফেলসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এ কারণে তারা অবিলম্বে শিক্ষার্থী প্রতিনিধি ও শিক্ষাবিদদের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবি জানান। আন্দোলনকারীরা জানান, আগামী সোমবার (৪ নভেম্বর) তারা আবারও ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করবেন এবং দাবি না মানলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

এই আন্দোলনে যোগ দিয়েছেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা দীর্ঘদিন ধরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন।

এছাড়া, কবি নজরুল কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারি বলেন, “আমরা আমাদের দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় না হলে আমাদের শিক্ষাগত জীবন এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।” তাদের আন্দোলন পরিচালনা করতে কলেজের বিভিন্ন শাখা থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে একযোগে কাজ করছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert